31186

নৈরাজ্যসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন ইবি শিক্ষার্থীরা

নৈরাজ্যসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন ইবি শিক্ষার্থীরা

2024-09-28 22:33:04

আন্দোলন যখন চরম পর্যায়ে তখন (গত ৪ আগস্টে) আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যে সকল শিক্ষক আন্দোলন করেছিল সে সকল শিক্ষকবৃন্দকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে কঠোর হুশিয়ার দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে প্রশাসনিক ভবন'সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমবেত হন তারা।

সমাবেশে তারা জানান, ওই সময় বিশ্ববিদ্যালয়ের মুষ্টিময় কিছু শিক্ষকবৃন্দ বিভিন্ন শ্লোগান দিয়েছিলেন "আর নয় হেলাফেলা, এবার হবে ফাইনাল খেলা" এবং তাদের বক্তব্যের মধ্যে শিক্ষার্থীদের নৈরাজ্য সৃষ্টিকারী বলার প্রেক্ষিতে প্রতিবাদ হিসেবে বিক্ষোভের মাধ্যমে কঠোর হুশিয়ারি প্রদান করেন শিক্ষার্থীরা।

এসময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা আন্দোলনের সময় আতঙ্কে দিন-রাত পার করেছি। ওই সময় আমাদের বিরুদ্ধে যড়যন্ত্র করা হয়েছিল। কিছু শিক্ষার্থীদের ডেকে এনে স্বাক্ষর নিয়েছিলো এই মর্মে যে আন্দোলন আমরা দীর্ঘায়িত করবো না। আমরা তখন প্রত্যাখান করেছিলাম এবং আন্দোলন চলমান রেখেছিলাম। আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে কারা এই যড়যন্ত্র করেছিল। কিভাবে এইসব কুলাঙ্গাররা ডিজিএফআই ও এনএসআইয়ের মুখোমুখি শিক্ষার্থীদের দাড় করিয়ে দিতে পারে? এর জবাব চাই আমরা।

তিনি আরও বলেন,এই ছাত্র সমাজ যতক্ষণ আছে সুস্থ বাংলাদেশ দেশে গড়ার লক্ষ্য কোনো নৈরাজ্যকারীকে বিশ্ববিদ্যালয়ে ঠাঁই দিবো না এবং নৈরাজ্য সৃষ্টি করার সুযোগও দিবো না। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সকল শিক্ষক ছাত্রদের পাশে ছিলেন তারা কোনোভাবে অপমানিত না হয় যেন এবং শিক্ষক নামে কুলাঙ্গারদের কোনভাবে ছাড় দিতে আমরা রাজি না।

এসময় আন্দোলনকে সমর্থন জানিয়ে সমন্বয়ক এস এম সুইট বলেন, ছাত্র আন্দোলনের সময় পুলিশরা আমাদের সাথে তর্কাতর্কি, কোন আক্রমণ পর্যন্ত করতে চায়নি, তারা বলেন, আপনাদের শিক্ষকরাই এটা করতে আমাদের বাধ্য করছে। এখন সে সকল শিক্ষকরা কিভাবে মুখে বড় বড় বুলি আউলায়! পলাতক ফ্যাসিস্টের দোসররা এখনো ১৭৫ একরে অস্থিতিশীল করতে চায়, আমাদেরকে সচেতন থাকতে হবে। এদেরকে কোনোভাবেই ছাড় দেয়ার সুযোগ নাই।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]