3692

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ই’ ইউনিটের চূড়ান্ত ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ই’ ইউনিটের চূড়ান্ত ফল প্রকাশ

2017-11-22 05:34:40

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৬ নভেম্বর থেকে তাদের ভর্তি শুরু হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটের (কলা অনুষদের অন্তর্ভুক্ত) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় (লিখিত ও এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২৬ নভেম্বর থেকে শুরু হবে।

ভর্তি বিজ্ঞপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

টিআই/ ২১ নভেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]