3789

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন

2017-11-24 21:59:51

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সেশনের ভর্তি পরীক্ষার কঠিন লড়াই। এবছর ৫৬০টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার। প্রতি আসনের বিপরীতে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ জন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ নবেম্বর) ৪টি কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১টা ২০ মিনিটে।

ভর্তিচ্ছুদের আগাম শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মাস্উদ আহমদ বলেন, দেশে টেক্সটাইল শিক্ষা দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

এমএন/ আইএম/ ২৪ নভেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]