4648

পবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

2017-12-23 19:09:22

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান জানান, এবার মোট ৭২০টি আসনের বিপরীতে ১৬ হাজার ২৮৬ জন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে মোট ৮ হাজার ৯৪৭ জন, ‘বি’ ইউনিটে ৯০ আসনের বিপরীতে মোট ২ হাজার ২০০ জন এবং ‘সি’ ইউনিটে ৭০টি আসনের বিপরীতে মোট ৫ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

তিনি আরও জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pstu.ac.bd), বিভিন্ন নোটিশ বোর্ড ও মোবাইলে ফোনের মাধ্যমে এ ফল জানা যাবে। এছাড়া মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার সব উত্তীর্ণ শিক্ষার্থীকে আগামী ২৬-২৮ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। মেধাতালিকা থেকে আগামী ১-২ জানুয়ারি এবং অপেক্ষমান তালিকা থেকে আগামী ৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।

আইএম/ ২৩ ডিসেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]