4781

কীভাবে বই পড়ার অভ্যাস রপ্ত করব?

কীভাবে বই পড়ার অভ্যাস রপ্ত করব?

2017-12-28 06:59:44

১। প্রতিদিন বই পড়ার জন্য অল্প কিছু সময় নির্ধারিত রাখুন। হতে পারে তা মাত্র ১৫ মিনিটই। কিন্তু এ সময়টাতে আপনি বই পড়বেন। অন্য কিছুতে মনোযোগ সরাবেন না।

২। IELTS এ Scanning আর Skimming নামে দুইটি টেকনিক শেখায়। সহজ ভাষায়, চেস্টা করবেন, বড় কোন অনুচ্ছেদের লেখা ভাসা ভাসা পড়ে মূল ভাব বুঝে ফেলা যায় কিনা। প্রয়োজনে প্রতি লাইনের শুরু আর শেষ পড়বেন ভালোভাবে। মাঝখান স্কিম করবেন। তাছাড়া নির্দিষ্ট কিছু শব্দ বড় লেখায় স্ক্যান করে আন্ডারলাইন করে পড়ূন। আবার পড়ুন। ধীরে ধীরে উন্নতি আসবে।

৩। মোবাইলে বই পড়ার এপ রাখুন আর ছোট্র কোন গল্প বা কাহিনীর বইয়ের pdf রাখুন যা কয়েক পাতাতেই কাহিনী শেষ হয়ে যায়। অবসর সময়ও ভাল কাটবে আর বই পড়ার অভ্যাসও হবে।

৪। কী বই পড়বেন তার ছোট একটি তালিকা করে ফেলুন।

৫। যখন কোন বই একেবারেই ভাল লাগছেনা, একটু বিরতি দিয়ে আরও কিছু পাতা পড়ার চেস্টা করেন। অবস্থার পরিবর্তন না হলে বই পড়া বাদ দিন। ইন্টারেস্টিং কোন বই পড়ূন।

৬। বই পড়ার ব্যাপারে এক্সাইটমেন্ট আনার চেস্টা করুন। বইটির রিভিউ দেখুন অনলাইনে অন্য পাঠকেরা কী মন্তব্য করছে জানুন। সম্ভব না হলে, বইটির প্রথম কয়েক পাতা, সূচিপত্র আর পিছনের ফ্ল্যাপে লেখা সারাংশটি পড়ুন, বই নাড়াচাড়া করুন যাতে তাগিদ তৈরি হয়।

৭। মজা নিয়ে পড়ার চেস্টা করুন। শেষ করতেই হবে এমন কোন কথা নেই। সময়টাকে উপভোগ করুন। ডুবে যান বইয়ের পাতায়।

৮। মোবাইল এবং কম্পিঊটারকে দূরে সরিয়ে নিন। ফেসবুকে বিরতি নিন। বাসার একাকী কোন স্থানে বই নিয়ে চলে যান। আরাম কেদারায় বসে বইয়ে হারিয়ে যান। তবে যদি খুব বেশি ঘুমকাতুরে হন, বেশি আরাম করতে যাইয়েন না। চা বা কফি সাথে রাখা যায়।

৯। মাঝে মাঝে বইয়ের দোকানে ঢু মারুন। বইয়ের ব্যাপারে আড্ডায় যোগ দিন। বই এর রিভিউ পড়ূন।

১০। প্রথমে সহজবোধ্য, মজার কোন বই দিয়ে শুরু করুন। ছোট বই দিয়ে শুরু করুন।

১১। বন্ধু বা আত্মীয় কাউকে রিডিং পার্টনার বানিয়ে নেন যার সাথে তাল মিলিয়ে বই কেনা ও পড়া যাবে অথবা বইয়ের মজার, চিত্তাকর্ষক অংশগুলো শেয়ার করা যাবে।

আসিফ 

বিডিবিএস 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]