5440

ঢাবি অধিভুক্ত ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি সাক্ষাৎকার স্থগিত

ঢাবি অধিভুক্ত ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি সাক্ষাৎকার স্থগিত

2018-01-21 06:33:35

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাদানকল্প প্রযুক্তি ইউনিটের রোববারের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদের ডিন ড. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিবার্য কারণবশত প্রযুক্তি ইউনিটের সাক্ষাৎকার স্থগিত করি হয়েছে। পরবর্তী তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৮৬১ ভর্তিযোগ্য বিবেচিত হয়েছে, যার মধ্যে ৯৬০ জন ভর্তির সুযোগ পাবেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ও ঢাকার মোহাম্মাদপুরের শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে।

এই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৪ হাজার ৪৭০ জন আবেদন করলেও শেষ পর্যন্ত গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৯৫২ জন।

বিডিবিএস 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]