5755

চার দফা দাবিতে বরিশাল সরকারি বিএম কলেজে জোটের বিক্ষোভ মিছিল

চার দফা দাবিতে বরিশাল সরকারি বিএম কলেজে জোটের বিক্ষোভ মিছিল

2018-01-30 04:36:47

শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ চার দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ছাত্র ধর্মঘট সফল করতে বরিশাল সরকারি বিএম কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সোমবার (২৯ জানুয়ারি) সকালে তারা দাবী সংবলিত পোস্টার সাটিয়ে এবং বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে ছাত্র ধর্মঘটের স্বপক্ষে প্রচারণা চালায়।

সকাল ১০টার দিকে বিএম কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রগতিশীল ছাত্রজোট। পরে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জাহাঙ্গির আলম জামাল। বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, জেলা শাখার সভাপতি সন্তু মিত্র, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, সাংগঠনিক সম্পাদক নিলীমা জাহানসহ অন্যান্যরা।

বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান এবং প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য'র অফিস কক্ষের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্র জোট।

এসএম/ ২৯ জানুয়ারি ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]