নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সোশিও ক্যাম্প সিজন ১১ অনুষ্ঠিত


Desk report | Published: 2024-03-07 21:59:11 BdST | Updated: 2024-04-27 19:39:18 BdST

দীর্ঘ প্রতীক্ষার পর ৬ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছে পাঠাও প্রেজেন্টস সোশিও ক্যাম্প সিজন ইলেভেন, কো-পাওয়ার্ড বাই সিরা ইম্পোরটস, ইন অ্যাসোসিয়েশন উইথ কম্পিউটার ম্যানিয়া বিডি এন্ড রুচীজএর অত্তিম গর্ব।

প্রতিনিয়ত যে সামাজিক সমস্যাগুলো মানুষের স্বাভাবিক জীবন যাপনে বাঁধা সৃষ্টি করে, সমাজের সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান তুলে ধরে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আইডিয়া জেনারেটিং এ প্রতিযোগিতায়। প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী ২৮০ টি গ্রুপের মধ্য থেকে কেবল ছয়টি গ্রুপ তৃতীয় এবং অন্তিম পর্বে উত্তীর্ণ হয়েছে।

গ্র্যান্ড ফিনালেতে, বেরেটাস এন বাটারকাপস, স্লিসার্স, মাল্টিপ্লাই বাই জিরো, টীম বিরিয়ানি, টীম পাকোড়া, এবং টীম পীচ ট্রুপস দলগুলি একটি প্রমুখ বিচারক প্যানেলের সামনে তাদের বিশেষ ধারণা উপস্তাপন করে। তাদের মধ্যে স্লিপার্স দলটি চ্যাম্পিয়ন হিসেবে উত্তীর্ণ হয়েছিল, টীম বিরিয়ানি ১ম রানারস আপ অবস্থান অধিগ্রহণ করেছিল, এবং বেরেটাস এন বাটারকাপস দলটি, ২য় রানারস আপ হিসেবে প্রমাণিত হয়েছিল। ইভেন্টের গৌরববিশিষ্ট ছবি অনুসরণ করে, চ্যাম্পিয়নদের জন্য ১,০০,০০০ টাকা, ১ম রানারস আদের জন্য ৬০,০০০ টাকা এবং ২য় রানারস আগের জন্য ৪০,০০০ টাকা এই সম্মানযোগ্য পুরস্কারের সাথে যোগিত হয়েছিল।

সম্মানিত বিচারক প্যানেলে ড. মাহমুদ হাসান, (এনএসইউ-এর মার্কেটিং বিভাগের চেয়ারম্যান), ড. জসিম উদ্দিন আহমেদ (এনএসইউ-এর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক), ড. কামরুজ্জামান (রুচিতে এমডি), গোলাম সুমদানি ডন প্রধান (ডন সুমড়ানি ফ্যাসিলিটেশনের অনুপ্রেরণামূলক কর্মকর্তা) এবং আরিফুল বাশার (আংসাসিয়েট ভাইস প্রেসিডেন্ট এবং গ্লে গ্লোবাল গ্রুপের ডিজিটাল বিজনেস লিড), যারা অংশগ্রহণকারীদের দ্বারা উপস্থাপিত সামাজিক সমস্যা সম্পর্কিত অনন্য ধারণাগুলি মূল্যায়ন করার জন্য তাদের দক্ষতা প্রদান করেছেন।

বিশেষ অভিধিরা, যেমন প্রধান অতিথি, এনএসইউ কোষাধ্যক্ষ, ড. আব্দুর রব খান এবং বিশেষ অতিথি, এমবিই-এর ডিন ড. হেলাল আহম্মদ, তাদের উপস্থিতিতে ইভেন্টটি উপভোগ করেন এবং সোসিও ক্যাম্প XI গ্র্যান্ড ফিনালেকে আরও বিশেষ করে তোলেন।

উপদেষ্টা, মেশবাউল হাসান চৌধুরী, মরব্য করেদিলেন, "সামাজিক সচেতনতা বৃদ্ধি করে, যুব সমাজকে সমাজের গুরুত্বপূর্ন কাজগুলোতে সক্রিয় ভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই সোশিও ক্যাম্প এর মূল উদ্দেশ্য।"

"সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা এবং যুক্তিসঙ্গত আলোচনার মাধ্যমে সম্ভাব্য কোনো সমাধান বের করার একটি মাধ্যম তৈরি করে দিয়েছে সোশিও ক্যাম্প এ', রাজু আহম্মেদ, নর্থ সাউথ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের জেনারেল সেক্রেটারি, বলেছেন।