ডিআইইউতে মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাব উদ্বোধন


Rakibul Islam | Published: 2024-03-07 23:14:26 BdST | Updated: 2024-04-27 21:18:10 BdST

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণা ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে নতুন ভবনে এ ল্যাব উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির (বিওটি) চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, ডিন প্রফেসর এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অতিরিক্ত রেজিস্ট্রার প্রফেসর শাহ আলম চৌধুরী, বিভাগীয় চেয়ারম্যান ড. মো: আসাদুজ্জামান শিশির প্রমুখ।

বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আধুনিক গবেষণাকে সামনের দিকে অগ্রসর করতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ল্যাবের শিক্ষক-শিক্ষার্থীদের নতুন নতুন গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।