বিপুল সংখ্যক দেশি গাছ লাগানোর পরামর্শ দিলেন জবি উপাচার্য


Desk report | Published: 2024-05-02 21:52:31 BdST | Updated: 2024-05-17 13:51:25 BdST

তীব্র গরম থেকে বাঁচতে ও বাংলাদেশের আবহাওয়া অনুকুলে রাখতে বিপুল সংখ্যক দেশি গাছ লাগাতে হবে তাহলেই আমরা তাপদাহ থেকে মুক্তি পেতে পারি বলে পরামর্শ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

বৃহস্পতিবার (২ মে ) সেন্টার ফর ক্লাইমেট সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে হিট ওয়েব ইন বাংলাদেশ ইন্টেগরেটিং পিপল অ্যান্ড প্লেস ইন এডাপটিং টু রাইজিং টেম্পারেচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম আজকের সেমিনারের বিষয়টি বর্তমান সময়ের জন্য যুগপোযোগী উল্লেখ করে বলেন, “প্রাকৃতিক পরিবর্তন ও মানুষের সৃষ্ট বিভিন্ন কৃত্রিম কারনেই আবহাওয়া পরিবর্তন হচ্ছে। যার ফলে তীব্র তাপদাহের ফলে জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। মানসিকভাবে বিষন্ন হয়ে পড়ার কারনে সবাই পারিবারিক ও কর্মজীবনে পিছিয়ে পড়ছি। সমস্যা নিরূপনে আমাদের গবেষণা বৃদ্ধি করতে হবে। আমাদেরকে সামাজিক বনায়ন করতে হবে তবে বিদেশি আর বানিজ্যিক গাছ লাগালেই হবে না। প্রচুর সংখ্যক দেশি গাছ লাগাতে হবে তাহলেই আমরা তাপদাহ থেকে মুক্তি পেতে পারি। বনসাই বা ইউক্যালিপটাস এ ধরনের গাছ আমাদের দেশের মানুষের জন্য কোনো উপকারিতা নেই তাই দেশি যে গাছ রয়েছে সেগুলো বেশি করে লাগাতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ক্লাইমেট সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট এর পরিচালক ড. আব্দুল মালেকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতিমা আক্তার। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ ড. মোঃ আব্দুল মান্নান এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।