ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে রাবিতে অবস্থান কর্মসূচি


Abu Saleh Shoeb | Published: 2024-05-09 23:12:00 BdST | Updated: 2024-05-20 22:17:22 BdST

ইসরাইলের চলমান সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ও মানবতাবাদের পক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক একাত্মতা পোষণ করেন।

এসময় রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান বলেন, আজ ফিলিস্তিনে যে নির্যাতন, গণহত্যা করছে মানবতার কথা বলা জাতিসংঘ মূখে কুলুপ মেরেছে তাঁরা কোনো কথা বলছে না। ফিলিস্তিনের প্রতি যে নির্যাতন হচ্ছে আমরা সেই নির্যাতন উপলব্ধি করে এখানে এসেছি। কিন্তুু আজ আমরা দেখতে পারছি যেখানে তাদের দায়িত্বে হচ্ছে বিশ্বে যেখানে মানবতা লঙ্ঘিত হবে, গনহত্যা হবে তখন জাতিসংঘ একটি শান্তিপূর্ণ সমাধান দিবে।

সমাবেশে প্রধান আলোচক হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন বলেন। এসময় তিনি বলেন, ফিলিস্তিনে যে আগ্রাসন চলছে সেটাকে অনেকে যুদ্ধ বলছেন এই আগ্রাসন কিন্তুু পৃথিবীতে নতুন কোন ঘটনা নয়। আমরা যদি গত ১০০-১৫০ বছরের ইতিহাস দেখি এ আগ্রাসন পৃথিবী জুড়ে রয়েছে।

এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরো বৃদ্ধি পেয়েছে যার মুলহোতা হচ্ছে আমেরিকা।আমরা ভিয়েতনাম যুদ্ধ দেখেছি, আমরা ইরাকের উপর আমেরিকার যুদ্ধ দেখেছি, আমরা আফগানিস্তানের যুদ্ধ দেখেছি। এখন সর্বশেষ আমরা দেখছি ইসরাইল কতৃক ফিলিস্তিনের যুদ্ধ চলছে। একই সাথে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছে যেখানেও মানবতা ভয়ংকরভাবে হুমকির মুখে পড়েছে। পৃথিবীর বৃহৎ শক্তিগুলো এগুলো করছে। তিনি এগুলোর বন্ধের দাবি জানান।

এসময় এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব, রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খানসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।