রাজ্যে রাজ্যে নিরাপত্তা মহড়া, কোন পথে হাঁটছে ভারত


ডেস্ক নিউজ | Published: 2025-05-06 08:35:28 BdST | Updated: 2025-05-24 03:36:34 BdST

জম্মু ও কাশ্মীরে হামলার জেরে আরও কঠোর পথে হাঁটছে ভারত। পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের পর এবার দেশের ভেতরে শুরু হয়েছে কঠোর নিরাপত্তা। বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আগামীকাল বুধবার এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, শেষবার এমন মহড়া হয় ১৯৭১ সালে। সেকারণে এ নির্দেশনা বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার সম্ভাব্য শত্রু মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেগুলো হলো বিমান হামলার আগাম সতর্কতামূলক সাইরেন চালু করা, সাধারণ নাগরিক, শিক্ষার্থী ও অন্যদের সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ দেওয়া, যাতে হামলা হলে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। এছাড়া দ্রুত ব্ল্যাকআউট কার্যকর করার ব্যবস্থা রাখা, উদ্ধার পরিকল্পনা হালনাগাদ করা এবং মহড়া চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে, পাঞ্জাবের ফিরোজপুরের সেনানিবাস এলাকায় রোববার স্থানীয় সময় রাত ৯টা থেকে আধ ঘণ্টা ব্ল্যাকআউট কার্যকর করা হয়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, তা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসে। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পেহেলগামে ২২ এপ্রিল সংঘটিত হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।