ভারতের ৫টি যুদ্ধবিমান ‘ভূপাতিত’ করল পাকিস্তান


ডেস্ক নিউজ | Published: 2025-05-07 10:38:46 BdST | Updated: 2025-05-25 03:59:08 BdST

ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের শিয়ালকোট, কোটলি, ভাওয়ালপুর, মুজাফফরাবাদসহ ছয়টি জায়গায় ভারতের বিমান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এসব যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার কিছু পরে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। এর পরই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, ভারত তাদের আকাশসীমার ভেতর থেকে আক্রমণ চালিয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত ২টা ৪৫ মিনিটের দিকে বলেন, ‘দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।’

এর পর রাত ৩টা ৪২ মিনিটের দিকে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করে। গণমাধ্যমটি জানায়, পাকিস্তান বিমান বাহিনী অবন্তীপোরার ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান গুলি করে ভূপাতিত করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ভোর ৪টার দিকে বেসমারিক নাগরিকদের নিহতের খবর দেন। তিনি বলেন, ভারতের হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এর পর ভোর ৫টার পরে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার চতুর্থ এবং পঞ্চম ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেন।

আইএসপিআর ডিজি মেজর জেনারেল আহমদ শরিফ চৌধুরি রয়টার্সকে বলেন, ‘আমাদের বাহিনী শত্রুর নগ্ন আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। এলওসি বরাবর শত্রুর কয়েকটি চৌকিও ধ্বংস করা হয়েছে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে পাল্টা হামলায় ভারতের বিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন নিহত হন। এর পর দু দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই সীমান্তে গুলি ছোড়ে দু পক্ষ। বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত পাকিস্তান। এর মধ্যেই শুরু হলো ক্ষেপণাস্ত্র হামলা।