ভারতের ‘রাফাল যুদ্ধবিমান’ ভূপাতিত, নিশ্চিত করল ফ্রান্স


ডেস্ক নিউজ | Published: 2025-05-08 09:36:37 BdST | Updated: 2025-05-24 04:45:57 BdST

পাকিস্তানে ভারত থেকে নিক্ষেপ করা রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের এই দাবিই এবার সত্য হলো। ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন বলছে, এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে ফরাসি প্রযুক্তির এই রাফাল যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির খবর সামনে এল।

বিজ্ঞাপন

পাকিস্তান এর আগেই দাবি করেছিল, তারা ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল রাফাল। এই বিষয়ে এখনও ভারতের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

ফরাসি ওই কর্মকর্তা সিএনএনকে আরও জানান, পাকিস্তান একাধিক রাফাল ভূপাতিত করেছে কি না, তা নিয়ে এখন তদন্ত চলছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিমানটি ভেঙে পড়েছে, তার কিছু যন্ত্রাংশের ছবি প্রকাশ হয়েছে, যেখানে ফরাসি একটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি রাফাল বিমানের অংশ কি না—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

রাফাল নির্মাতা কোম্পানি ‘দাসো অ্যাভিয়েশন’ এখনো সিএনএনের প্রশ্নের কোনো জবাব দেয়নি।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা এসব হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়েবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।

দেশটির পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইএমের ঘাঁটি এবং একই প্রদেশের মুরিদকে শহরে এলইটির আস্তানাসহ নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।