
ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার পর্যটক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজ্যটির উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হেলিকপ্টারটিতে প্রায় ছয়জন ছিলেন, যার মধ্যে চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, যাত্রীভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পুলিশ, সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং অ্যাম্বুলেন্স উত্তরকাশীর কাছে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।