২৫টি ইসরায়েলি হারোপ ড্রোন ধ্বংস করার দাবি পাকিস্তানের


নিউজ ডেস্ক | Published: 2025-05-08 17:29:08 BdST | Updated: 2025-05-25 02:41:12 BdST

ভারত থেকে পাঠানো ২৫টি ইসরায়েলি হারোপ ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, প্রযুক্তিগত সরঞ্জাম ও অস্ত্র ব্যবহার করে এখন পর্যন্ত ২৫টি ইসরায়েলি তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এসব ড্রোন পাকিস্তান থেকে নিক্ষেপ করা হয়েছিল। এ নিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিও দেয় পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি তৈরি হারোপ ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবিও করেছে পাকিস্তান। এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী শত্রুকে উপযুক্ত জবাব দিচ্ছে, তাদের সব উদ্দেশ্য ধ্বংস করছে।

এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির অন্তত ৬টি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নিহতের সংখ্যা ৩১ জন। আহত অর্ধশতাধিক মানুষ।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা এসব হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়েবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। দেশটির পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইএমের ঘাঁটি এবং একই প্রদেশের মুরিদকে শহরে এলইটির আস্তানাসহ নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘ভারতের “কাপুরুষোচিত” হামলার জবাব দেওয়া হয়েছে। পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে হামলার জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।’ পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ভারত ‘ভুল করেছে’ এবং এর জন্য ‘তাদের মূল্য দিতে হবে’ বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন