
কাশ্মীর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান দাবি করেছে, ভারতের হামলার পাল্টা জবাবে তারা ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা সদস্যকে হত্যা করেছে এবং ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় গোলাবর্ষণ করেছে। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের এই প্রতিক্রিয়া এসেছে বুধবার ভোররাতে ভারতের বিমান হামলার পরপরই। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হয়েছে।
এছাড়া পাকিস্তান দাবি করেছে, ভারত থেকে পাঠানো ইসরায়েলি প্রযুক্তির ২৫টি কামিকাজে ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ভারত জানায়, তারা পাকিস্তানের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
ভারতীয় পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি নিরাপদ না থাকায় সীমান্ত এলাকার মানুষজন গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
এর আগে ভারত দাবি করেছিল, কাশ্মীরে পর্যটক হত্যার জবাবে পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১০০ জন ‘সন্ত্রাসবাদী’ নিহত হয়েছে। একই দিনে ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের হামলায় ভারতের একটি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা ইনডিপেনডেন্টকে জানান, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং রাতের আকাশ আলোয় ভরে যায়। তবে ভারত এখনো কোনো বিমান হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
এদিকে পাকিস্তানের দাবি অনুযায়ী ৪০–৫০ সেনা নিহত হওয়ার বিষয়ে ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সীমান্তে চলমান গোলাবর্ষণে একজন সেনা ও ১২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।