
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা ভারতের নেই। তবে দেশের ভেতরে যদি কোনো হামলা হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার (৮ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে জানানো হয়, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে বুধবার ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সীমান্ত পারাপার অভিযান চালায় ভারত। জয়শঙ্কর বলেন, ‘কাশ্মীরে সন্ত্রাসীদের যেভাবে নৃশংস হামলা চালাতে দেখা গেছে, তা আমাদের সীমানা পেরিয়ে তাদের ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে বাধ্য করেছে। আমরা শুধু সন্ত্রাসীদের আস্তানাই টার্গেট করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই না পরিস্থিতি আরও অবনতির দিকে যাক। কিন্তু আমাদের ওপর যদি হামলা হয়, তাহলে তার কঠিন জবাব দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই।’
জয়শঙ্কর জানান, প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু দেশ হিসেবে ভারত তার এই অবস্থান ইরানকে জানিয়েছে।
প্রসঙ্গত, যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে, তখনই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারত সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বুধবার রাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান।
ভারতীয় সেনাবাহিনী স্থানীয় সময় বুধবার ভোরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান চালায়, যার সাংকেতিক নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়।
এদিকে আজ অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুর’ চলমান একটি সামরিক অভিযান, যার আওতায় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ১০০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তাহলে ভারতও তার জবাব দিতে প্রস্তুত।