শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে আটটায় ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
এছাড়া শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে (SUST< space >RESULTExam-Roll ) লিখে ৬৯৬৯ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন।
ফল প্রকাশের সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গণিসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং বিকেল আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এ বছর দুইটি ইউনিটে (এ ও বি) ১৬৮৯টি (কোটাসহ) আসনের বিপরীতে আবেদন করে ৫২২৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে শতকরা ৮০ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করে প্রশাসন।
টিআই/ ২১ নভেম্বর ২০১৭