বেরোবির চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন


বেরোবি টাইমস | Published: 2017-11-30 00:06:22 BdST | Updated: 2024-05-06 17:49:11 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত। পাঁচ দিনব্যাপী চলা বুধবার (২৯ নভেম্বর) চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে।

'ডি' ইউনিটের পরীক্ষায় দুই শিফটে পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকার কারণে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ নিজেই কবি হেয়াত মামুদ ভবনের ১০১ নম্বর কক্ষটিতে প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন। এসময় কক্ষটিতে পরীক্ষকের দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ইমাম কাম-খতিব।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে তিনি (উপাচার্য) এর আগে লোকপ্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নিয়মিত ক্লাস নেন।

২৬ তারিখ থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় তিনি নিয়মিতভাবে সেন্টার পরিদর্শন করলেও 'ডি' ইউনিটের এই পরীক্ষায় তিনি নিজেই কক্ষ পরিদর্শন করেন।

আরএম/ ২৯ নভেম্বর ২০১৭