বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


শাহরিয়ার আমিন | Published: 2017-12-14 23:54:36 BdST | Updated: 2024-05-03 14:33:09 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে প্রভাত ফেরি, বধ্যভূমিতে পুস্তস্তাবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিনে সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল ও আবাসিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদ্যাপন কমিটির ব্যবস্থাপনায় সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে প্রভাত ফেরি বের করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে বধ্যভূমি স্মৃতিফলকে গিয়ে শেষ হয়।

বধ্যভূমিতে পুস্পস্তাবক অর্পণের পর সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। সভায় আরোও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন, সহযোগি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল প্রমুখ।

এরপর দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ, মন্দির ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এমএন/ ১৪ ডিসেম্বর ২০১৭