পবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২০ ও ২১ ডিসেম্বর


পবিপ্রবি টাইমস | Published: 2017-10-30 19:08:08 BdST | Updated: 2024-03-29 19:22:21 BdST

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে "এ" ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর এবং "বি" ও "সি" ইউনিটের পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ২০ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এদিকে পবিপ্রবির ভর্তি পরীক্ষায় এবছর থেকে প্রথম বারের মতো শুরু হবে নম্বর কর্তন পদ্ধতি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.pstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমএস/ ৩০ অক্টোবর ২০১৭

//