বুক রিভিউ : বিশ্বসভ্যতা


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-21 00:51:42 BdST | Updated: 2024-04-27 21:30:49 BdST

বই: বিশ্বসভ্যতা
লেখক: এ. কে. এম. শাহনাওয়াজ

প্রথমত এই বইটি পড়তে আমার দুটো 'হাইলাইটার' লাগছে :'( । তবুও বলবো, প্রায় ৩০০ পৃষ্ঠার এই বইটি তথ্যভারাক্রন্ত নয়। সভ্যতার কাহিনীর বর্ণনার সাথে মিল রেখে তথ্যের সামঞ্জস্যতা থাকার ফলে অন্যসব ইতিহাস গ্রন্থের মতো বইটা পড়তে বিরক্তি লাগেনি। তাছাড়া, ইতিহাস বিষয়টা আমার অনেক প্রিয়, তাই এই বইটা অনেকটা আনন্দ নিয়ে পড়েছি।

বইটিতে মধ্যযুগের ইতিহাসের বর্ণনা দেওয়া হয়েছে ১৫ টি অধ্যায়ের মাধ্যমে। যার শুরু হয়েছে 'বর্বর অভিযান এবং রোম সাম্রাজ্যের পতন' দিয়ে এবং বর্ণনা শেষ হয়েছে 'শিক্ষা, জ্ঞানচর্চা ও শিল্পকলায় মধ্যযুগের ইউরোপ' এর মাধ্যমে।

সভ্যতার ইতিহাসে মধ্যযুগের ভূমিকা নিয়ে লেখক আলোকপাত করেছেন। মধ্যযুগে খ্রীষ্ট ধর্মের বিকাশ এবং চার্চের আধিপত্য, ইসলামি সভ্যতার বিকাশ এবং ইসলামী রাষ্ট্রের বিস্তার, ফ্রাঙ্ক জাতি ও সম্রাট শার্লামেন, সামন্তপ্রথা ও ম্যানরপ্রথা এবং মধ্য যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সংঘর্ষ 'ক্রুসেড' এর বর্ণনা।

হাইলাইটার দিয়ে মার্ক করা লাইনগুলো পড়া শেষে নোট করতে গিয়ে দেখি পুরো একটা ছোট প্যাড দরকার তথ্যগুলো নোট করতে!

প্রতিটা আলাদা আলাদা অধ্যায়ের জন্য লেখক ঐ অধ্যায় উপযোগী বই পড়ে সেগুলো অন্তর্ভুক্ত করেছেন, এই জিনিসটা বেশি ভালো লাগছে।

এরকম সভ্যতা নিয়ে লিখা বইগুলোতে দেখেছি লেখকগণ পুরো সভ্যতা নিয়ে লিখা বইগুলো থেকে তথ্য অন্তর্ভুক্ত করেছেন কিন্ত এই বইয়ে লেখক আলাদা আলাদা সভ্যতার আলাদা আলাদা বই থেকে তথ্য অন্তর্ভুক্ত করেছেন। যারফলে ঐ সভ্যতা সম্পর্কে 'সংক্ষেপে বেশি জানা' কাজটা সহজতর হয়েছে।

রিভিউ লিখেছেন আরিফুল ইসলাম 

এমএসএল