১২৭ জন নিয়োগ দেবে সরকারি পাঁচ ব্যাংক


টাইমস প্রতিবেদক | Published: 2018-08-08 13:38:16 BdST | Updated: 2024-05-02 20:43:11 BdST

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার , অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়ার ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি) পদে ৪৫টি, ৬৯টি, ১১টি, ১টি, ১টি মোট ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পদের নাম

১। অ্যাসিস্ট্যান্ট মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার

২। অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়ার ইঞ্জিনিয়ার

৩। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)

শিক্ষাগত যোগ্যতা :

আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায় তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

বেতন: মাসিক বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ২০ আগস্ট, ২০১৮ পর্যন্ত শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের http ://www.erecruitment.bb.org.bd/ মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

বিজ্ঞপ্তি

 

এসএম/ ০৮ আগস্ট ২০১৮