ঢাবির জহুরুল হক হলের নতুন প্রভোস্ট আবদুর রহিম


DU Correspondent | Published: 2022-04-20 04:58:31 BdST | Updated: 2024-05-05 08:28:34 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম।

মঙ্গলবার (১৯ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী তাকে তিন বছরের জন্য নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মো. আবদুর রহিম। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং টানা দুইবার ঢাবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে, ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন ব্যবসায় অনুষদভুক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

সম্প্রতি তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্টের পদটি খালি হয়। জানা গেছে, হল প্রভোস্টের মেয়াদ তিন বছর। একজন শিক্ষক সর্বোচ্চ দুই মেয়াদে হল প্রভোস্ট থাকতে পারেন। হল প্রাধ্যক্ষরা প্রভোস্ট বাংলোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান।