ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুটি লিফট উদ্বোধন


DU Correspondent | Published: 2023-11-02 11:41:48 BdST | Updated: 2024-05-04 02:37:02 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের দুটি উন্নতমানের লিফট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান লিফট দুটি উদ্বোধন করেন। এর আগে লিফট দুটিকে প্রায় দুই মাস পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। উদ্বোধনের পরে লিফট দুটিকে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের আধুনিক এই লিফট দুটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের নেতৃত্বে প্রতিবন্ধী-বান্ধব করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। হুইলচেয়ার যাতায়াতের জন্য পর্যাপ্ত জায়গাসহ এর মৌখিক নির্দেশনা বা ভার্বাল ইনপুট ফিচার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও সহায়ক।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং লিফটের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন যেমন জরুরী তেমনি তার সার্বক্ষণিক যত্ন একান্ত প্রয়োজন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, অনুষদের উত্তর পাশের এই আধুনিক লিফট দুটি কেবল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে। কেননা লিফট দুটির ধারণক্ষমতা বেশি হওয়ায় শিক্ষার্থীদের সময়মত পরীক্ষা এবং ক্লাসে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। তাছাড়া লিফট দুটি প্রতিবন্ধী শিক্ষার্থী সহায়কও।

উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।