নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষক চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন


Desk report | Published: 2022-11-27 23:07:10 BdST | Updated: 2024-04-25 08:09:05 BdST

শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বাড়িয়ে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকরিপ্রত্যাশীরা।

রোববার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

এসময় বক্তারা বলেন, প্রাথমিকের নিয়ম অনুযায়ী প্রতি ৩ জনে ১ জন নিয়োগের কথা থাকলেও তা মানা হচ্ছে না। বিশাল সংখ্যক পদ খালি থাকার পরও নিয়োগে কোনো গুরুত্ব নেই। এমনিতেই করোনায় আমাদের ক্ষতিসাধন হয়েছে। আমরা দ্রুত শূন্যপদের বিপরীতে নিয়োগ নিশ্চিত চাই।

তাদের দাবিগুলো হলো:

১. শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেওয়া

 

২. বিদায়ী সচিব ৫৮ হাজার শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করলেও তা বাস্তবায়িত না হওয়া

৩. প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ৪৫০০ জন নিয়োগের কথা বললেও তা বাস্তবায়িত না হওয়া

৪. নিয়ম অনুযায়ী প্রতি ৩ জনে ১ জন নিয়োগ দেওয়া হলেও সেটি না মানা

৫. ৬০ হাজারের বেশি শূন্য পদের বিপরীতে নিয়োগ না দেওয়া

৬. ২০২৩ সাল থেকে প্রাথমিকের বিদ্যালয় এক শিফটে চলবে। সেক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান নিশ্চিত করতে হবে।