অসচ্ছল ও মেধাবীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করছে হামদর্দ বিশ্ববিদ্যালয়


Desk report | Published: 2023-07-25 01:32:50 BdST | Updated: 2024-05-04 08:06:05 BdST

দেশের প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হামদর্দ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

তিনি বলেছেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। তাদের উজ্জল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০১২ সাল থেকে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।

সোমবার (২৪ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উৎসবে আনুষ্ঠানিক ব্রিফংকালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. শাহিদুল ইসলাম ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।Hamdordঅধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মেঘনা ও ফুলদি নদীর সংযোগস্থলে নৈসর্গিক পরিবেশে ১৬০ বিঘা নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি ফ্যাকাল্টির অধীনে মোট ১৭টি প্রোগ্রামের মাধ্যমে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম চালু রয়েছে।

দেশ ও বিদেশের বরেণ্য শিক্ষকমন্ডলীর দ্বারা পাঠদানের মাধ্যমে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উচ্চ শিক্ষার কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক ক্লাসরুম, পরীক্ষাগার, খেলার মাঠ, লাইব্রেরি, হোস্টেল ও ফ্রি পরিবহন ব্যবস্থা। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা সহ-পাঠ্যক্রম কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে যেসব বিষয়ে ভর্তি চলছে সেগুলো হলো- বিএসসি ইন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), বিএসসি (অনার্স) গণিত, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএসএস (অনার্স) অর্থনীতি, বিএ (অনার্স) ইংরেজি, বিএ (অনার্স) ইসলামিক স্টাডিজ, হামদর্দ ইন্সটিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন এর অধীনে-ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) এবং ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস)।

এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে যেসব বিষয়ে ভর্তি চলছে সেগুলো হলো- মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ), মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ), এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি), এমএসসি গণিত।