
রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় ৯৯ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
আজ শুক্রবার এসএসসি ও সমমানের ফল বেরোনোর পর সাংবাদিকদের কাছে স্কুলের ফলাফল তুলে ধরেন ভিকারুননিসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী।
ভিকারুননিসা থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন ২ হাজার ৯৮ জন। এর মধ্যে পাস করেছেন ২ হাজার ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫৯ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৭৯ দশমিক ৫৩।
শিক্ষার্থীদের ভালো ফলাফলে গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ওরা যখন ক্লাস নাইনে ছিল তখন মহামারি করোনা ভাইরাস ছিল। তার মধ্যেও আমরা ওদের সব রকমের সাহায্য করেছি। আমাদের মেয়েদের ফলাফলে আমরা খুশি।
তিনি আরও বলেন, আমাদের স্কুলের ১ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, যার হার ৭৯.৫৩ শতাংশ। মাত্র ১২ জন শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন।
চলতি বছর এসএসসি পরীক্ষায় স্কুলটির বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৯২৯ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১৩৭ জন ও মানবিক বিভাগ থেকে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৬০৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৪, মানবিক বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
দুপুর সাড়ে ১২টার পর ফলাফল টাঙিয়ে দেওয়া হয় স্কুলের মূল ফটকের বাইরের সীমানা প্রাচীরে। ফলাফল হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন স্কুলটির শিক্ষার্থীরা।
গড় পাসের হার ৮০.৩৯
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার গতবারের চেয়ে ৭.০৫ শতাংশ কম।
সব বোর্ড মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গতবারের চেয়ে ৮৬ হাজার ২৪ জন কম।
এবারের ফলাফল বিশ্লেষণে দেখা যায় পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে রয়েছে মেয়েরা। অবশ্য পরীক্ষার্থীর সংখ্যাও ছেলেদের চেয়ে বেশি ছিল মেয়েরা। ছেলেদের সংখ্যা কেন কমলো, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে ভাবতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর ছেলেদের পাসের হার ৭৯.৩৪ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৮২.৩৯ শতাংশ। আর ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৬৫০ ছাত্রী জিপিএ ৫ বেশি পেয়েছেন।