১৮তম শিক্ষক নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থীর আবেদন


Desk report | Published: 2023-12-08 09:59:43 BdST | Updated: 2024-10-09 14:54:28 BdST

১৮তম শিক্ষক নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ে ১৮ লাখেরও বেশি প্রার্থী এই নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।

প্রার্থীদের ৩ ধাপের (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে। তবে এনটিআরসিএ কর্তৃপক্ষ এখনও প্রিলিমারি পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করেনি।

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.ntrca.gov.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর থাকবে। এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এই ধাপের পরীক্ষার পাস নম্বর ৪০।

উল্লেখ্য, ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ৪ নভেম্বর আর আবেদনের সময়সীমা ছিল ৯ থেকে ৩০ নভেম্বর ২০২৩।