বাংলা মুভি ‘নবাব এলএলবি’র টাইটেল সং লিখলেন তবীব


Dhaka | Published: 2020-08-21 08:47:23 BdST | Updated: 2024-05-05 15:09:13 BdST

শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘নবাব এলএলবি’ এর টাইটেল গান লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান তবীব।

এ বিষয়ে তবীব বলেন, অনন্য মামুন ভাই আমাকে একটি প্লট বলেছেন, পরিস্থিতির বর্ণনা করেছেন। তার উপর ভিত্তি করে আমি গানটি লিখে দিয়েছি। এটি মূলত ধর্ষিত একজন নারীকে নিয়ে লেখা। ধর্ষিত নারীকে সমাজে বিরূপ আচরণ ও অবহেলার শিকার হতে হয়, এটাই গানটির প্রেক্ষাপট।

বিষয়টি নিশ্চিত করে মুভিটির পরিচালক অনন্য মামুন বলেন, আমি তবীবের গানের কথায় মুগ্ধ। এজন্য তাকে আমাদের টাইটেল সংটি লেখার জন্য বলেছি। ইতোমধ্যে আমাদের চুক্তিও হয়েছে। তবে এটা শুধু লিখেছেন তবীব। গাইবেন অন্য কেউ। শিল্পীর নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

মামুন জানান, আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে ছবিটির কাজ। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও মাহিয়া মাহি। বিশেষ চরিত্রে হাজির হবেন অর্চিতা স্পর্শিয়া। ছবিতে স্ক্রিপ্ট ডিরেক্টর হিসেবে আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন।

গত বছরের ১৭ জুলাই ইউটিউবে ‘গাল্লি বয় পার্ট-২’ শিরোনামের গান প্রকাশের একদিনেই ১ মিলিয়ন ভিউ হয়। এই গান নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হয়।