স্কলারশিপ নিয়ে বাংলাদেশীদের মিশরে উচ্চশিক্ষার সুযোগ


Dhaka | Published: 2020-07-18 19:03:21 BdST | Updated: 2024-05-06 14:11:13 BdST

প্রতিবছর মিশরের সরকার সংস্কৃতি বিনিময় কর্মসূচির আওতায় বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। মোট ১২ জন বাংলাদেশী শিক্ষার্থী প্রতিবছর এই শিক্ষা বৃত্তি পেয়ে থাকে। এরমধ্যে নয়টি স্নাতক শিক্ষার্থীদের জন্য ও তিনটি স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য। এ বছর মিশরের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির চিঠি বাংলাদেশে চলে এসেছে। আগ্রহীদেরকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয় বরাবর আবেদন করতে বলা হচ্ছে।

  • সুযোগ সুবিধাসমূহ
    ফুল স্কলারশিপ।
    ছাত্রাবাসে না থাকলে ১৫০ পাউন্ড করে মাসিক বৃত্তি দেয়া হয়।
    প্রাথমিকভাবে তিন বছরের স্কলারশিপ প্রদান করা হবে, তবে পরবর্তীতে এক বার স্কলারশিপের মেয়াদ বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
    শিক্ষার্থীরা সব রকম সুযোগ সুবিধা পাবে।

আবেদনের যোগ্যতা
বিস্তারিত জানতে অফিসিয়াল লিঙ্ক দেখুন।

আবেদন পদ্ধতি
মিশরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম অনলাইন এ হয়ে থাকে। তাই যারা আবেদন করবে তাদেরকে এই ওয়েবসাইট এ নিয়ম মাফিক আবেদন ও রেজিস্ট্রেশন করতে হবে।

www.mohe-casm.edu.eg

বিস্তারিত জানতে অফিসিয়াল লিঙ্ক দেখুন।

আবেদনের শেষ তারিখ: অগাস্ট ৩০, ২০২০ অর্থাৎ আরও ৪৩ দিন বাকি আছে।