অক্সফোর্ড কলেজ থেকে সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে


টাইমস অনলাইনঃ | Published: 2017-09-30 06:06:29 BdST | Updated: 2024-05-02 14:28:21 BdST

রোহিঙ্গা সংকট নিয়ে অং সান সু চির নীরব ভুমিকার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড কলেজ থেকে সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোহিঙ্গারা মায়ানমারে গণহত্যার শিকার হচ্ছেন এবং সহিংসতার মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে প্রায় ৪ লক্ষ রোহিঙ্গা মুসলিমস বাংলাদেশে পালিয়ে এসেছেন। 

সেন্ট হগস কলেজ কর্তৃপক্ষ বলছে সু চির প্রতিকৃতির স্থলে একটি জাপানি পেইন্টিং ঝুলানো হয়েছে। 

তথ্য কর্মকর্তা বেঞ্জামিন জোন্স বলেন, সু চির প্রতিকৃতিটি নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে আর একই জায়গায় অর্থাৎ কলেজের প্রধান ভবনের মূল ফটকে জাপানিজ পেইন্টিং ঝুলানো হয়েছে। আর এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছে। 

বিবিসি থেকে অনূদিত

এমএসএল