মেয়ে গেলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, কাঁদলেন ওবামা!


টাইমস অনলাইনঃ | Published: 2017-10-01 04:23:13 BdST | Updated: 2024-05-02 07:04:49 BdST

মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে। যাবে হার্ভার্ডে। এতে মন খারাপ করার কী আছে? তাই যেন হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। মেয়ে মালিয়া ওবামার সামনেই যে তাঁর চোখের জল পড়ে যায়নি, এটাই অনেক!

গত মাস থেকে ওবামার বড় মেয়ে মালিয়া হার্ভার্ডে যাওয়া শুরু করেছে। ইউএসএ টুডে, বিবিসি জানিয়েছে, এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে মালিয়াকে হার্ভার্ডে পৌঁছে দেওয়ার অনুভূতির কথা জানান ওবামা। স্বীকার করলেন, চোখের পানি আটকাতে পারছিলেন না তখন।

ওবামা বলেন, ‘মনে হচ্ছিল যেন আমার ওপেন হার্ট সার্জারি হচ্ছে। আমি গর্বিত, ওর সামনে আমি কেঁদে ফেলিনি। কিন্তু যখন ফিরছিলাম, বুঝতে পারলাম কান্না আটকাতে হচ্ছে। পাশের লোকজন বুঝছিল কেউ সর্দি লাগা নাক টানছে।’

ওবামার আবেগটা একটু গভীর। তা ধরার জন্য অবশ্য ইউএসএ টুডে একটি লাইন ব্যবহার করেছে, ঘরটা শূন্য হয়ে যাচ্ছে, আর ওদিকেই এক ধাপ এগিয়ে গেলেন বারাক ও মিশেল ওবামা।

ওই অনুষ্ঠানে ওবামা বলেন, ‘এটা মনে করিয়ে দিল আমাদের জীবনের শেষ দিকে, আমরা আমাদের সন্তানদের আনন্দের কথাই মনে করব। পরে সেটা আনবে আমাদের নাতি-নাতনিরা।’

মালিয়ার বয়স ১৯। ওবামার ছোট মেয়ে শাশা ওবামার বয়স ১৬। শাশা এখনো স্কুলে পড়ছে।

 

এমএসএল