অ্যারিস্টটল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু


টাইমস অনলাইনঃ | Published: 2017-10-07 20:13:41 BdST | Updated: 2024-05-02 11:04:15 BdST

গ্রিসের থেসালোনিকি শহরে অবস্থিত অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদে নতুন শিক্ষাবর্ষে ইসলামী শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রিস ও আরব দেশগুলোর বিভিন্ন সামাজিক সংগঠনের অনুরোধে কার্যপদক্ষেপটি আমলে নেওয়া হয়।

বিভাগটিতে পবিত্র কোরআন-হাদিস, তাফসির-ব্যাখ্যা, ইসলামী ইতিহাস ও ঐতিহ্য, ইসলামী শরিয়তের পাঠ্যক্রম, তর্কশাস্ত্র, মাজহাব ও অন্য ইসলামী বিষয়াদির পাঠদান করা হবে। অনুরূপভাবে গ্রিক বিজ্ঞানকে আরব ইসলামী চিন্তাধারায় রূপান্তর এবং মুসলিম দেশগুলোর ভূগোল, ধর্মীয় সমাজবিজ্ঞান, ওসমানি খিলাফত ও বলকান ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। ইসলামী বিভাগের বিষয়গুলো আরবি, ফারসি ও ইংরেজিতে পড়ানো হবে।

অ্যারিস্টটল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিক আহমেদ। 

(সূত্র : আরব নিউজ এজেন্সি)

এমএসএ/ ০৭ অক্টোবর ২০১৭