ডেমরায় ফেমাস হসপিটালের প্রথম বর্ষপূর্তি পালন


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-14 01:39:42 BdST | Updated: 2024-05-03 10:26:45 BdST

নাহিদ কামাল, জেলা প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ডেমরার কোনাপাড়ায় পালিত হয়েছে ফেমাস হসপিটাল লিমিটেডের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে হসপিটাল কর্তৃক আয়োজিত বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় ‘ডেমরা তরুণ সংঘ’ সহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

দুপুরে হসপিটালের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া হসপিটাল কর্তৃপক্ষকে কম খরচে ভালো সেবা দেওয়ার অনুরোধ জানান।

এ সময় ফেমাস হসপিটালের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, এই হসপিটাল জনগণের সেবায় নিয়োজিত। স্বল্পমুল্যে সর্বোত্তম সেবাই ফেমাস হসপিটালের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

এ সময় ‘ডেমরা তরুণ সংঘ’ এর সভাপতি মাহাদী হাসান স্নেহ বলেন, ডেমরায় এরকম আধুনিক হসপিটাল জনগণের আস্থা অর্জনে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘এফবিসিসিআই’-এর পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী রনি।

অন্যান্যের মধ্যে ইসলামপুর বস্ত্র ব্যাবসায়ী কমিটির সদস্য লায়ন বাবুল, লিও ক্লাব ওয়ারী গোল্ডেন এর সভাপতি লিও জাহিদুল হোসেন চৌধুরী দীপ্ত, লায়ন মাজেদুল হক শুভ, সুমিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিবিএস