ছাত্রলীগ নেতা হত্যার দায়ে সাবেক ওসির ১০ বছরের কারাদণ্ড


টাইমস প্রতিবেদক | Published: 2017-08-31 22:42:47 BdST | Updated: 2024-05-05 02:36:58 BdST

ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিপলু হত্যার দায়ে সুনামগঞ্জের তাহিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এই আদেশ দেন।

একই মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলসহ আরো ছয়জনকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খায়রুল কবির রুমেন এবং আসামিপক্ষের আইনজীবী আবদুল হক, বজলুর মজিদ চৌধুরী ও হুমায়ূন মঞ্জুর চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ মার্চ বিকেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াহিদুজ্জামানের বাড়িতে হামলা চালান। এ সময় গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২৩ মার্চ ওয়াহিদুজ্জামানের মা আমিরুন্নেসা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

মামলায় খালাস পাওয়া অন্যরা হলেন সাবেক উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুনাব আলী, উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, যুবদল নেতা শাহজাহান মিয়া ও শাহীন আহমদ।

টিআই/ ৩১ আগস্ট ২০১৭