হাবিপ্রবির প্রক্টরসহ ১৫০ জনের বিরুদ্ধে দুই মামলা


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-25 07:02:01 BdST | Updated: 2024-05-06 21:07:55 BdST

দিনাজপুরে বাস পোড়ানো ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে দায়ের করা এ পৃথক দুই মামলায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টরসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানায় পৃথক মামলা দুটি দায়ের করেছে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।

এদিকে পরিবহন ধর্মঘট চালানো হলেও ক্ষতিপূরণের আশ্বাস না পাওয়ায় শুক্রবার সকালে সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে এক জরুরি আলোচনা সভায় পরিবহন ধর্মঘটের পাশাপাশি সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। টানা দুদিনের পরিবহন ধর্মঘটের ফলে সারা দেশের সঙ্গে দিনাজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।

দায়েরকৃত দুটি মামলার মধ্যে একটির বাদী হয়েছেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী এবং অপরটির বাদী হয়েছেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু।

থানা সূত্রে জানা যায়, হাবিপ্রবির সামনে বুধবার রাতে ২টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেলু বাদী হয়ে হাবিপ্রবির প্রক্টর ড. খালিদ হোসেন, সহকারী প্রক্টর সৌরভ পাল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর শাহাদৎ হোসেন খানসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এদিকে শ্রমিকদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী বাদী হয়ে হাবিপ্রবির প্রক্টর ড. খালিদ হোসেন, সহকারী প্রক্টর সৌরভ পাল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর শাহাদৎ হোসেন খানসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম মামলা দুটি দায়েরের বিষয় নিশ্চিত করেছেন।

এমএস/ ২৫ নভেম্বর ২০১৭