ইবিতে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা


Shakib Aslam | Published: 2024-05-06 19:34:46 BdST | Updated: 2024-05-19 10:56:10 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে ইনোভেশন শোকেসিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ইনোভেশন টিম, জুরি-বোর্ড, মেলার অংশীজন এবং এপিএ ফোকাল পয়েন্টবৃন্দ অংশগ্রহণ করেন।

সোমবার (৬ মে) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল শ্রেণীকক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়।

এ কর্মশালায় ই-গভার্ন্যান্স ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বিশেষ বক্তা হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনোভেশন শোকেসিং বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারঃ) এইচ. এম. আলী হাসান। এবং অনুষ্ঠিতব্য ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন এপিএ’র ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।

উল্লেখ্য, ই-গভার্ন্যান্স ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন খানের সঞ্চালনায় ইনোভেশন শোকেসিং-এ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়।