সহিহ বুখারী মুখস্ত করে ১ লক্ষ টাকা পুরস্কার পেলো কুবি ছাত্র


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-10 03:22:41 BdST | Updated: 2024-05-05 10:34:57 BdST

সহিহ বুখারী মুখস্ত করে এক লক্ষ টাকা পুরস্কার পেলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফেজ হাবিবুল্লাহ। পুরস্কারটি শুক্রবার জামেয়া কাসেমিয়ার তিন দিন ব্যাপি বার্ষিক মাহফিলের সমাপনী দিনে প্রদান করা হয়। পবিত্র কুরআনের হাফেজ হাবিবুল্লাহ জামেয়া কাসেমিয়া থেকেই আলিম শেষ করে এখন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি দেশ সেরা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেছেন।

তার আশ্চর্য মেধা দিয়ে ইতিপূর্বে তিনি রিয়াদুস সালেহিন ‍মুখস্ত শুনিয়ে ৫০ হাজার টাকা পুরস্কার লুফে নেন। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার কৃতিত্বও তার অনেক।

তন্মধ্যে ”জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা” নামক একটি প্রতিযোগতায় প্রথম হয়ে তাতেও ৫০ হাজার টাকা পুরস্কারের ভাগী হোন মেধাবী ছাত্র হাবীবুল্লাহ।

উল্লেখ্য, উক্ত পুরস্কারের সার্বিক সহযোগিতায় ছিল জামেয়া কাসেমিয়ার গভর্নিং বডির সভাপতি ও নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান – মনজুর এলাহী । মজার ব্যাপার হল , পুরস্কারটি সারা বছর দেশের সকল ছাত্রদের জন্যই ওপেন থাকে , দেশের যে কোন প্রান্ত থেকেই যে কেউ হাদীস মুখস্ত করে শুনাতে পারবে তাকেই নিচে উল্লেখিত হাদীসের সংখ্যা অনুযায়ী পুরস্কারে ভূষিত করা হবে।

*সিহাহ সিত্তাহ থেকে যে কোন একটি গ্রন্থ মুখস্ত- ১ লক্ষ টাকা ( রাবীর নাম সহ)

* রিয়াদুস সালিহিন- ৫০ হাজার টাকা ( রাবীর নাম সহ)

* আলফিয়াতুল হাদীস- ১০ হাজার টাকা ( রাবীর নাম সহ)

  • ১০০ হাদীস- ২০০০ হাজার টাকা ( রাবীর নাম সহ)

উল্লেখ্য, বুখারী শরীফের হাদিস সংখ্যা মোট সাত হাজার পাঁচশত তেষট্টি (৭,৫৬৩)। আর পুনরুক্ত ছাড়া আছে চার হাজারের (৪,০০০) মতো। 

বিডিবিএস