এক হাজার ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-23 04:27:49 BdST | Updated: 2024-05-05 05:40:40 BdST

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষা ও দাওয়াতের ভূমিকা অপরিসীম। দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে প্রায় ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এই মাদ্রাসাগুলো সারা দেশে দ্বীনি শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২২ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতারা বলেন, ইসলামের সঠিক বার্তা প্রচারে ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও সারা দেশে ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ তারা।

মতবিনিময় সভায় রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, অর্থ সম্পাদক রকীবুল হক, নির্বাহী সদস্য এইচ এম জামাল উদ্দিন, মো. শাহ আলম নূরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এইচজে/ ২২ জানুয়ারি ২০১৮