নুরদের 'যুব অধিকার পরিষদ'র নেতৃত্বে আতাউল্লাহ ও ফরিদুল


Dhaka | Published: 2020-09-01 11:13:20 BdST | Updated: 2024-05-06 12:14:15 BdST

যুব অধিকার পরিষদ এর আহ্বায়ক হিসেবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ছাত্র অধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আতাউল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরেক নেতা মোঃ তারেক রহমান যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফরিদুল হক। যিনি রাষ্ট্রচিন্তার সদস্য।

বিষয়টি ক্যাম্পাস টাইমসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর আহবায়ক হাসান আল মামুন।

ডাকসুর সদ্য সাববেক ভিপি নুরুল হক নুর এই বিষয়ে বলেন, “নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছেন ছাত্র অধিকার পরিষদ এর কর্মীরা। ইতোমধ্যে ভিপি নুরুল হক নুর জানিয়েছেন তারা তাদের ছাত্র সংগঠন এর বিভিন্ন কমিটি দেশের বিভিন্ন জায়গায় দিয়েছেন। ছাত্র সংগঠন ছাড়াও ছাত্র পেশার বাহিরে যারা আছেন (ছাত্রত্ব শেষ, কিংবা পেশাজীবি) তাদের নিয়েও সুষ্ঠ ধারার রাজনীতির পরিকল্পনা আছে সংগঠন টির। তারই ধারাবাহিকতায় আজকে তাদের যুব অধিকার পরিষদ এর আহ্বায়ক কমিটি প্রদান করেছেন।”

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব হোসেন বলেন,“পল্টনের রাষ্ট্রচিন্তার কার্যালয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃত্ব নির্বাচন হয়৷ উক্ত নির্বাচন পরিচালনায় ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগঠক ডাঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ডাকসুর সদ্য সাবেক ভিপি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল নুর৷

উল্লেখ্য নবনির্বাচিত আহ্বায়ক মোঃ আতাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একইসাথে কোটা সংস্কার আন্দোলনে মুখ্য ভূমিকা রেখে আন্দোলনকে বেগবান করেছিলেন। বিভিন্ন সময়ে তিনি হামলা ও নির্যাতনের শিকার হন। ইতোপূর্বে তিনি কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।