ভোটের অধিকার ফেরাতে রক্ত দিতে হবে: ভিপি নুর


Dhaka | Published: 2020-12-31 02:04:39 BdST | Updated: 2024-05-02 05:32:55 BdST

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে দাবি করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ভোটাধিকার ফিরিয়ে আনতে ১৮ কোটি মানুষকে রক্ত দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজার মোড়ে সার্ক ফোয়ারার সামনে দুপুরে এক সমাবেশ থেকে নুর এই আহ্বান জানান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনটিকে ‘ভোটাধিকার হরণ দিবস’ আখ্যা দিয়ে দুপুরে কালো পতাকা মিছিল করে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ।

মিছিলটি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মগবাজার ও হাতিরঝিল মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

নুর বলেন, বর্তমান সরকার ২০১৪ সালের পর থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। রক্ত দেওয়া ছাড়া কোনও সংগ্রাম সফল হয় নাই, কোনও ত্যাগ ছাড়া ইতিহাসে সফলতা আসে নাই। ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনাদের রক্ত দিতে হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের সংগ্রাম করতে হবে, রক্ত দিতে হবে।