করোনা ভ্যাকসিন নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা


Dhaka | Published: 2020-08-24 22:58:42 BdST | Updated: 2024-05-03 22:26:41 BdST

বাংলাদেশে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম করোনাভাইরাসের জিনতাত্ত্বিক বিশ্লেষণ সম্পন্ন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। সম্প্রতি এনএসইউ জিনোম রিসার্চ ইন্সটিটিউট সফলতার সঙ্গে এই বিশ্লেষণ সম্পন্ন করে।

এ গবেষণার নেতৃত্বে ছিলেন স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সাইন্সের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা এবং নর্থ সাউথ জিনোম রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক এবং বায়োকেমেস্ট্রি ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মাকসুদ হোসেইন।

ভ্যাকসিন গবেষণার বিষয়ে অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির জিনোম রিসার্চ ইন্সটিটিউট এ অর্জনে গর্বিত এবং মহামারি চলাকালে এ গুরুত্বপূর্ণ গবেষণার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখতে পেরে তারা আনন্দিত।