ক্যাম্পাসে বন্যার পানি, লিডিং ইউনিভার্সিটি বন্ধ


Desk report | Published: 2022-05-20 20:32:14 BdST | Updated: 2024-04-27 04:16:37 BdST

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যাকবলিত হয়ে পড়ার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০১ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে প্রায় চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। বন্যার পানি ক্যাম্পাসে ঢুকে পড়ায় কাল শুক্রবার থেকে ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি শহরতলীর পাশের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে অবস্থিত।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, ক্যাম্পাস প্রাঙ্গণে ও বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় বন্যার পানি উঠে গেছে। ফলে বিশ্ববিদ্যালয় চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার সার্বিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১১ মে থেকে ভারতের উজান থেকে পাহাড়ি ঢল নামছে। পাশাপাশি সিলেটে ভারী বৃষ্টিও হচ্ছে। বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।