প্রেম ঘটিত বিবাদ নিয়ে ইবিতে ছাত্রলীগ কর্মীদের মারামারি


আহসান নাঈম | Published: 2018-08-09 11:48:03 BdST | Updated: 2024-05-02 22:31:25 BdST

প্রেম ঘটিত বিবাদ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের একই গ্রুপের কর্মীদের মাঝে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (০৮ আগস্ট) বিকাল ৬টায় সাদ্দাম হল ও জিয়া হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কর্মীদের মাঝে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বের প্রেম ঘটিত বিবাদ থেকে জিয়া হলের মিরান তার দল-বল নিয়ে সাদ্দাম হলের আদরকে মারতে সাদ্দাম হলে যায়। তারা সাদ্দাম হলে আসলে আদর তার বন্ধুদের নিয়ে ধাওয়া দেয়। জিয়ার মোড় এলাকায় আসলে আশে পাশে থাকা ছাত্রলীগ নেতারা তাদেরকে শান্ত করে। তারা উভয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কর্মী।

এ সময় একই গ্রুপের সিনিয়র ছাত্রলীগ নেতা মামুন, জুবায়ের, নিশান ও রিজোয়ান তাদের নিয়ে জিয়ার মোড়ে বসে। তার সেখানে বিষয়টি সেখানে সমাধাণ করে। বিষয়টি মিরান ও তার দল-বলের মনপূত না হওয়ায় সাদ্দাম হলে যাওয়া পথে আদর ওপর পুনরায় হামলা করে।

ওই দুই গ্রুপের কর্মীদের মাঝে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম সেখানে উপস্থিত হলে সিনিয়র নেতা কর্মীদের সহোযগীতায় পরিস্থতি নিয়ন্ত্রনে আসে।

মিরান ফার্মেসি বিভাগের অনার্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং আদর ফলিত খাদ্য ও পুষ্টি বিভাগের অনার্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, মারামারির ঘটনা শোনা মাত্র আমি সেখানে উপস্থিত হই। তাদের ভূল বোঝা-বোঝির বিষয়টি সেখানেই সমাধান করে দেই। রাতে তাদেরকে নিয়ে বসে ব্যাবস্থা গ্রহন করবো।

জেডএম/ ০৯ আগস্ট ২০১৮