বিকেএসপিতে যবিপ্রবির পিইএসএস বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ভ্রমন


যবিপ্রবি প্রতিনিধি | Published: 2018-09-11 14:24:47 BdST | Updated: 2024-05-03 02:30:58 BdST

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) গত ৮-৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক শিক্ষা ভ্রমণ করে এসেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা।

একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে গত ৮-৯ তারিখ তারা এই ভ্রমণে অংশ নেন।ভ্রমণের অংশ হিসেবে তারা মোট ১৭ টি স্পোর্টস ডিসিপ্লিনের ভেন্যু পরিদর্শনের পাশাপাশি কোচ ও খেলোয়ারদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ই সম্পরকে জানার সুযোগ পান।এছাড়া ক্রীড়া বিজ্ঞান ভবনে সাইকোলজি, বায়োমেকানিক্স, স্পোর্টস মেডিসিন বিভাগ পরিদর্শনের তারা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও বিশেষ দক্ষতা অর্জন করেন।

৯ সেপ্টেম্বর দুপুর তিন ঘটিকায় বিকেএসপির প্রশিক্ষণ বিভাগের পরিচালকের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন যবিপ্রবির শিক্ষানবিস প্রতিনিধি দল।শিক্ষানবিস দলটির নেতৃত্ব দিয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসিম রেজা ও একই বিভাগের প্রভাষক ফিজিওথেরাপিস্ট ফিরোজ কবির।

বিকেএসপিতে একাডেমিক শিক্ষা ভ্রমণ করে আসা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী আসিফ আল মাহমুদ সাংবাদিকদের জানান,”বিকেএসপি বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান এবনা সেখানে গিয়ে আমরা অনেক কিছু দেখতে ও জানতে পেরেছি যার সুযোগ আমাদের এখানে নাই।আশা করি ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসব সুযোগ সুবিধা তৈরি হবে”

এসজে/ ১১ সেপ্টেম্বর ২০১৮