বিজয় একাত্তর হলে টর্চাল সেল নেই, দাবি হল ছাত্র সংসদের


ঢাবি টাইমস | Published: 2019-10-15 01:54:28 BdST | Updated: 2024-05-03 12:45:35 BdST

বিজয় একাত্তর হলে কোন টর্চার সেল নেই বলে দাবি করেছে হলটির ছাত্র সংসদ। ১৪ অক্টোবর হল সংসদের ভিপি, জিএস, এজিএস, বিভন্ন সম্পাদকসহ সদস্যদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজয় একাত্তর হল সংসদের সংবাদ বিজ্ঞপ্তি -

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে শিক্ষার্থী নিপীড়নের ব্যাপারে কতিপয় গণমাধ্যমের সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে, বিজয় একাত্তর হলে এমন কোন নিপীড়নস্থল নেই। শিক্ষার্থী অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর হল সংসদ এব্যাপারে এখন অব্ধি শিক্ষার্থীদেরও কোন অভিযোগ পায়নি।

বিজয় একাত্তর হলের শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে প্রগতিশীলতার প্রতি অবিচল অঙ্গীকারাবদ্ধ ক্রিয়াশীল ছাত্রসংগঠনসমূহের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ইতোমধ্যে সংগঠনসমূহের শিক্ষার্থীবান্ধব পদক্ষেপের প্রতিযোগিতা, শিক্ষামূলক নানা কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক সমূহ উদ্যোগ আমাদেরকে মুগ্ধ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, যাকে ঘিরে জনগণের আশা আকাঙ্ক্ষার বৃহদাংশ আবর্তিত হয়। তাই, প্রতিষ্ঠানটি ব্যাপারে সংবাদ পরিবেশনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।