বুয়েটের মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত ঘোষণা


Buet | Published: 2019-10-16 03:47:20 BdST | Updated: 2024-05-03 17:50:49 BdST

মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টানলেন বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা । আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে টানা আন্দোলন করে আসছিল বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ।

শিক্ষার্থীরা বলেন, আমরা লক্ষ্য করেছি, অন্তরাল থেকে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের কোনো স্বার্থান্বেষী মহলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা দেশবাসীর প্রতিও আহ্বান জানাই, এসব স্বার্থান্বেষী মহলের এজেন্ডা দেখে বিভ্রান্ত হবেন না। আমরা মাঠ পর্যায়ে আমাদের অবস্থান দীর্ঘায়িত করে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ দিতে চাই না। সে কারণে আগামীকাল থেকেই আমরা মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষার্থীরা আরও বলেন, মাঠ পর্যায়ের আন্দোলনে ইতি টানলেও আমরা আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে কি না, সে বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখব। আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, আমাদের ১০ দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কেউ একাডেমিক কোনো কার্যক্রমে অংশ নেবেন না।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসে দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আপাতত মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টেনেছেন। মঙ্গলবার বিকেলে বুয়েটের ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক ড. আব্দুল বাসেতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এক ব্রিফিং-এ এমন সিদ্ধান্ত জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি দিতে নিজেদের মধ্যে চলে আলোচনা। ভর্তি পরীক্ষা আয়োজনে গেল দু’দিন আন্দোলন শিথিল ছিলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কিছু দাবি বাস্তবায়নের উদ্যোগ নিলে ভর্তি পরীক্ষা আয়োজনে সহায়তা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ভারতের সাথে চুক্তি নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। এর প্রতিবাদে ১০ দফা আন্দোলন নিয়ে মাঠে নামে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে বুয়েটে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আবরার ফাহাদ হত্যার ঘটনায় এরইমধ্যে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ। আর ১২ স্থায়ী বহিস্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।