ডাকসু ল এন্ড পলিটিকস রিভিউ টিম গঠিত


ঢাবি টাইমস | Published: 2019-11-11 01:05:00 BdST | Updated: 2024-05-06 16:55:15 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা এবং বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ এবং প্রকাশের সুযোগ তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র আন্তর্জাতিক সম্পাদকের দপ্তর থেকে প্রকাশিত হতে যাচ্ছে ডাকসু ল এন্ড পলিটিকস রিভিউ। "Policy Politics in lieu of Power Politics"- এই বাণীকে কেন্দ্র করে এর যাত্রা শুরু হতে যাচ্ছে। ৮ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় ডাকসুর সেমিনার কক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মাশরেফা তারাননুম অনুষ্ঠানটির উপস্থাপনা করেন।

শুরুতেই ডাকসু ল' এন্ড পলিটিকস রিভিউয়ের এডিটর ইন চিফ মোহাম্মদ আজহার উদ্দীন ভূঁইয়া এই প্রকাশনার উদ্দেশ্য এবং কার্যাবলি সবার সামনে তুলে ধরেন। ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার তাঁর বক্তব্যে বলেন, ডাকসু আন্তর্জাতিক সম্পাদকের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগ তাকে আনন্দিত ও বিস্মিত করেছে। এর মাধ্যমে এই জার্নালের সাথে যুক্ত থেকে সবাই জ্ঞানের চর্চা এবং বিকাশে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডাকসু সদস্য মাহমুদুল হাসান বলেন, "অস্ত্রের ঝনঝনানি থেকে বেরিয়ে এসে বুদ্ধিবৃত্তিক চর্চার উত্থান করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান ডাকসু কমিটি। এই উদ্যোগ তারই প্রতিফলন।" ডাকসুর আরেকজন সদস্য সাইফুল ইসলাম রাসেল তার বক্তব্যে বলেন, "আপনাদের চিন্তাশক্তিই বর্তমান সময়ের রাজনীতিতে আনতে পারবে ইতিবাচক পরিবর্তন।"

আইন বিভাগের ছাত্রী তাসমীম মৌলি বলেন, "ডাকসু ল' এন্ড পলিটিকস রিভিউ আমাদের চিন্তাশক্তির বিকাশে এবং মতামত প্রকাশে বিশেষ ভূমিকা রাখবে। এ থেকে আমরা সবাই দেশের নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারব বলে আশা রাখি।" সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র সুশীল মালাকার তার বক্তব্যে বলেন, "এটি একটি আন্তর্জাতিক মানের উদ্যোগ। এর মাধ্যমে আমরা বহিঃর্বিশ্বে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারব বলে আশা রাখি। পাশাপাশি বিশ্বে শান্তি আনয়নেও ভূমিকা রাখতে চাই।"

এছাড়াও অর্থনীতি বিভাগের ইশতিয়াক আহমেদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের জান্নাতুল নাইম শেম্মী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাওন তালুকদার, দর্শন বিভাগের সানজিদা ইমু এবং ওয়েব ডিজাইনার নাফিস ফুয়াদ এই গবেষণাধর্মী জার্নালের কাছ থেকে তাদের প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি তার বক্তব্যে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যায়লয়ের গৌরবময় অতীতকে পুনরুজ্জীবিত করতে, চিন্তাশীল ছাত্রদের লেখালেখি এবং সূক্ষ্ম বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করতেই ডাকসু ল'এন্ড পলিটিকাল রিভিউয়ের এই উদ্যোগ। একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়ার এর প্রতিজন সম্পাদক, সহ-সম্পাদক এবং অনুবাদকদেরকে নিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে তারা নিজেরাও শিখবে, আবার দেশের নীতি নির্ধারণেও বিশেষ ভূমিকা রাখবে।" তিনি ডাকসুর আহবানে সাড়া দিয়ে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর শুরু হয় কর্মশালা পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক গোলাম সরওয়ার বলেন, "আমার শিক্ষার্থীদের এই উদ্যোগে আমি গর্ব অনুভব করছি। যে উদ্দেশ্যে তারা কাজ শুরু করেছে, তা সফল হবে বলেই প্রত্যাশা করছি।" এরপর তিনি একটি গবেষণাধর্মী প্রকাশনা লেখার ধাপগুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। একাউন্টিং এবং ইনফরমেশন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা এবং সম্ভাবনা তুলে ধরেন। সবশেষে যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন সাক্ষাৎকারের কৌশল নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন। উপস্থিত শিক্ষার্থীদের সাথে ইন্টারএ্যাকটিভ সেশনের মাধ্যমে তিনি তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন।

সন্ধ্যা সাতটায় নিয়োগপ্রাপ্ত সকল সম্পাদক, সহ সম্পাদক এবং অনুবাদকদেরকে এ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।